জীবন গিয়েছে চলেছে,
আজ দূর নীল সীমানায়, যেখানে
কথা ছিল দেখা হবে একদিন তোমার আমার;
এই উষ্ণ দিনের ফাঁকে যে নির্জনতার ডাক আসে
সেই সংকেত আমার সকল বিষণ্ণতা, এক লহমায়
ছিঁড়ে খায়। এখন আমি দূরত্ব ভালোবাসি;
ভালোবাসি আরও এক নূতন জন্ম; যেখানে
বেনামী সব পথিকের বাস, আমি সেই
নির্জনতার চারপাশে আজও চাই
হাজার হাজার জন্ম।
আমার নিঃসঙ্গ চোখের পাশে এখন
নীরবে বয়ে যায় প্রাচীন সমুদ্র, যেখানে
আমাদের আর প্রয়োজন নেই; গোধূলি বেলায়
চারপাশে এখন রঙিন রক্ত নেচে উঠে: যেখানে
বিদায় বেলায় আরও নীরব জন্ম চাই -