আমার নষ্ট হৃদয় আজ পঙ্গু পাখীর
মতো একা, চারিদিকে উল্লাসের সুর
মাতাল হওয়ায় আমায় আঘাত করেছে
বারেবারে, আমি পথিক তবু আজও একা-
ঐ দূর ঘন নীল বনের ছায়ায়:
যেখানে কোনও নারীর যাতায়ত নেই।
এই পথঘাট আজ আমার একার,
যারা সাংসারিক সুখ ভালোবাসে; স্বপ্ন দেখে-
মিলনের ছবি, কোনও এক অচেনা নারীর সাথে:
এ পথ তাদের জন্য নয়। ইতিহাস একদিন
সেইসব সংযমী কবিদের লক্ষ্যভ্রষ্ট আখ্যা দেবে, ঠিক
কিন্তু এ পথ শুধু তাদের জন্য যারা সংযমশীল।