এ নিঝুম অন্ধকারে রক্তাক্ত,
আমার বোবা বেওয়ারিশ মস্তিষ্ক;
ভাঙ্গা গলায় গোধূলি নামে, যত
আশ্রয়হীন পথিকের পাশে; ওরা নিরুপায় আজ:
ঠিক, ফুটপাতের কোনও এক গণিকার মতো।
কোথাও কোনও আলোড়ন নেই, আর;
চারিদিক ছেয়ে গেছে নির্জনতার সাম্রাজ্য;
কতদিন দেখেনি বাংলা একমুঠো ভাত,
একমুঠো মানসিক ইজ্জত;
সেই হিসেব আজ বিষয় নয়,
ঐ লম্পট বাবুদের কাছে।
এ দুর্দিনের দায় কারও একার নয়-
যে চাষি স্বপ্ন বিভোর:
মাঠ জুড়ে সোনালী আলোর জয়গান হবে,
সেই ছাঁচে; সেই আঙিনায়-
এ দুর্দিনে দায় তারও নয়।
এখন সামাজিক বিস্ফুরণ চাই-
চাই, আরও কিছু নিঃস্ব কবির প্রতিবাদী হুংকার;
তবেই এ কবিদের যুদ্ধ জয় নিশ্চিত।