এ অরণ্যের মাঝে কতবার আমি
হারিয়েছি পথ! কতবার রাতের অন্ধকারে
দেখেছি, বেনামী সব মানুষীর ছায়া; ওরা
আমায় চোখে চোখে রাখে, যদি সম্পর্ক
হারিয়ে যায়, সেই ভয়ে।
জাগতিক ভিড়ের মাঝে এখন সকলেই
সামান্য নগ্নতা ভালোবাসে; সকলেই
এ রঙিন মাতাল হওয়ায় মিশে যেতে চায় -
আরও একটু প্রাচীন জীবনের যাত্রা পথে:
যেখানে আজও সকলে সমান অধিকার পায়।
এ ইতিহাস কোনও মানবীর নয়, কোনও মানবের
নয়; যারা হিংস্রতা ভালোবাসে রাতের অন্ধকারে,
এক লহমায় যে দানব ছিঁড়ে খায় কিছু অসহায়
শরীর! আজ এই হুংকার তাদের বিরুদ্ধে।