চারিদিকে সজীবের ভিড় নষ্ট সম্ভ্রমে,
আজ গড়াগড়ি খায়; কলঙ্কের ভয়ে
বিপন্ন হৃদয় এ সবুজ বসন্তের দিনেও
একা অসহায়, ঠিক যেমন নিঃসঙ্গ
জাগতিক প্রেম নূতন উদাসী হওয়ায়।
নিথর পথিকের হাহাকারে এখন
সহস্র সন্ত্রাসী প্রকাশ্যে মুখটিপে হাসে;
নিজস্ব চোখে, এ গোধূলি বেলায় কারা
জন্ম দেয় অশ্লীল আবরন; বিশুদ্ধ আলোর
কোপে, এর দায় কি আমাদের নয়!
বল তুমি, হে জাগতিক নিঃসঙ্গতার কবি?