কালবৈশাখী সস্তা দরে আসে,
কোনও আয়োজন নেই, এ গভীর
বসন্তের চারপাশে; আচমাক প্রবল জলোচ্ছ্বাস
আকাশ জুড়ে, বিশ্ব জুড়ে -
তবু, যত নির্জন মাঠ, খেত সম্পূর্ণ মরুভূমি;
অস্পষ্ট ভুমি হারাদের ভিড়ে আমরাও এখন,
প্রকাশ্যে যাতায়ত করি; তবু -
আজও ভরে উঠে নি:
ঐ নগ্ন নির্জন কুঁড়েঘর! সব দরিদ্র আস্তানা;
নীরবে প্রস্তাব আসে, অযৌতিক রক্তের দাবী!
এখন আরও একবার জমায়েত চাই-
ব্যস্ত পায়ের ভিড়ে; চাই জল, চাই সামান্য মানসিক ইজ্জত।