এখন নির্জন পথ জুড়ে রাশি রাশি
ঘৃণা উঠে আসে। গড়াগড়ি খায়
সব ধর্ষিত ইজ্জত, কে মূল কাণ্ডারি?
উত্তর দেবার দায় এখন শাসকের!
এই উত্তপ্ত শহর মনুষ্যত্ব শেখায়!
দিনেরাত এখন অত্যাচারী, এ
বসন্তের ডাক আমাদের জন্য নয়,
আমাদের জন্য: ঘৃণা, অবহেলা, আর বুলেট।
যারা এখনও বাঁচার স্বপ্নে বিভোর; যাদের
এখনও আলো, রং দেখার কথা নয়,
এ নিস্তব্দতা আজ শুধু তাদের জন্য তুলা থাক।