এই নির্জন দুপুর আমার একান্ত আপন;
বয়ে যাক যত সময়ের কলরব। বয়ে যাক
যা কিছু সন্ত্রাসী হুঙ্কার! আমি এখন রক্তাক্ত
মুখে হাসি। চারিদিকে আজ উন্মক্ত স্বাধীনতা!
এর দায়ী আমাদের সব ভয়ঙ্কর প্রয়োজনীয়তা;
এখন পথে ষড়যন্ত্র লেগে আছে; নিঃসঙ্গ এখন
যত শহরের ফুটপাত; কিন্তু এগিয়ে যাওয়া উচিত,
এই ভেবে আরও একটু না হয় বাঁচার চেষ্টা কড়া যাক;
তবুও ক্ষতবিক্ষত লাশ চোখে চোখে রাখার -
কেউ একজন থাকবে তো?