এ যাত্রায় আমরা নিঃসঙ্গ! চারিদিকে
হাহাকার করে জীবন্ত আগ্নেয়গিরি;
নিঃশ্বাসের ভিড়ে উদ্দেশ্যহীন পথ, এ
গ্রহ পেরিয়ে আজ মহাশূন্যে বিলীন।
যারা চোখ রাঙ্গায় উপড়ি পাওনার
লোভে, ওরাই আজ অপরাধী; তবুও
ঐ যারা মরতে বসেছে: আগে তাদের
যাত্রা পাকা হোক। নিশংসতার কাণ্ডারি
আজ ঘর করেছে বিশিষ্ট এলাকায়,
কার সাধ্যি এখন ঐ নাম মুখে আনে?
দেহ রক্ত শুকিয়ে এখন পুরোপুরি
অসাড়; পড়েছে একাধিক লাশ, তবু
যারা মিলিয়ে গেছে ঐ নীল অন্ধকারে;
সেই দায় আমাদেরই হবে মহারাজ।