পোড়া প্রদীপের গর্জন আজ
সারা আকাশ জুড়ে আড়িপাতে
শুকনো পদ্মের অভিসারে ।
প্রকাশ্যে আজ হানাদারি চোখগুলি
লাশ উপহার আনে যত ঝিনুকের হাড় ভেঙ্গে , তখনও
রক্তাক্ত বুকের উপর আরও ষড়যন্ত্র - সেজে উঠে
সর্বনাশী লালসার ছাঁচে ; ক্ষত বিক্ষত ইজ্জত যেমন আজও
প্রাচীন শব্দের মতো হারিয়ে যায় ,
সেইরূপ পাপের অধিকারী এ সমাজ
যে দিনরাত নির্বাক সব ঘর বাঁধে ।