চাইলেই কি কবিতা লেখা যায় ? কবিতা কি এতোই সোজা ! আমার জানা নেই, কিন্তু আমি নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছি প্রকৃত কবিতা লেখার । আমার কবিতারা মাঝে মাঝে অভিমান করে লুকিয়ে পড়ে, তখন আর আমি কবি থাকি না, তখন আমিও একজন পাঠকে পরিণত হই । কখনও কখনও একজন ভালো পাঠকও কবিতে পরিণত হন । মূল কথা হচ্ছে কবি কখনও কবিতার সাথে অভিমান করে থাকতে পারেনা , কিন্তু কবিতা পারে । কবির কাছে কি কবিতা সত্যিই ধরা দেয় , না কবি তার কবিতাকে খুঁজে নেন ।


একজন কবির হাতে যতদিন কবিতার ধার থাকবে,ততদিন তিনি কবি । কিন্তু ধার চলে গেলে তিনি নিজের অজান্তেই পাঠকে পরিণত হন । কবিকে কবিতা রচনার পূর্বে কবিতার বিষয় বস্তু সম্পর্কে সচেতন থাকতে হবে । নচেৎ কবিতা হারিয়ে যায় এক অজানা গন্ত্যবে । আমিও কি এখনও কবিতার কাছে পৌচ্ছতে পে রেছি ? এ প্রশ্ন এখনও আমার মধ্যে খেলা করে । কিন্ত কলম কি থামতে জানে !