মাদুর পাতা উঠোন মাঝে
বাতাসা মুড়ি চিবিয়ে খেয়ে
দিদার কাছে শুনব এবার
মামদো ভুতের গল্প ......|
দখিন হাওয়ায় শিরিষ দোলে
খস খস খস শব্দ ওঠে
হুলো বেড়াল দাঁড়িয়ে হোথা
পিটির পিটির গোফ টা নাড়ে অল্প ......|
খিড়কী দিকের পুকুর পাড়ে
ওটা কি ভোদর নড়ে ?
সুপুরি পাতা সরসড়িয়ে
শব্দ করে পড়ল খসে ...
কুকুর টা তাই চেঁচিয়ে ওঠে
হুলো চড়ে তখতাপসে!
মানতু মাসির দিদি শাশুড়ি
চুলগুলো যার ঝাঁকরা
লম্ফ নিয়ে ঘাটের পাশে
ধরছে তেলো কাঁকড়া ....|
কাঠের জ্বালে উনুন জলে
একলা মামী রান্না করে
পাঁচ ফোরণের গন্ধ ভরে
ঢালবে এবার টক তেতুল আর আমড়া | ………সুব্রত দাস