প্রথম যেদিন...
গোধূলির ঘেরাটোপে
অসমাপ্ত কামরায়
প্রথম যেদিন তোমাকে দেখি
অদ্ভুত একটা তাজা হাওয়া
শরীর কে ছূয়েছিল।
অসীম উদ্দামে চলার পথটা
যেন চিৎ হয়ে পড়েছিল সামনে..
তুমি থিতু হলে সম্পূর্ণ ঘরে..
চিতল হরিণ মন আমার
ছোটে দুরন্ত সবুজের ঢালে।
বসতি হল শুরু,নগর সাজল
বিভ্রান্ত নাগরিক আমি--ঐ
যে ছূতে চায় তাজা হাওয়া--
হাওয়া তো হাওয়াই--
------..........------
শুধু উপলব্ধি........
শুধুই মাতিয়ে চলে...
মাতেনা...
বোকা নাগরিক ভাবে
কত কথা---
একতড়ফা মন মেতে ওঠে
কাল্পনিক তুমি আমি খেলায়।
কতশতবার পেতে চায়
পিয়ারা পিতায় ছুয়ে যাওয়া
পেলব হাওয়ার ঝিম ধরানো গন্ধ।
খালি মন আঘ্রানে ব্যকুল
সুনিষ্ঠুর হাওয়া নির্লিপ্ত বহে।
সুব্রত দাস