হে বন্ধু যে বাণী গুলো
তুমি অন্যকে এগিয়ে দাও
সেগুলো তুমি কি হৃদয়ঙ্গম করো?

হে বন্ধু যে উচ্চ শ্রেণীর সংগীত গুলো
তুমি এগিয়ে দাও
ওগুলো কি তুমি ভালো কোরে শোনো ?

জলের জন্য কাকুতি ভরা পোস্টার
তুমি যে পাঠাও
সকালে স্নানঘরে কতটা বাঁচাও ?

স্বাস্থ্যের জন্য বিধি
যেটা তুমি এগিয়ে দাও
তুমি কি নিজে তা মানো ?

একটা রাস্তায় পড়ে থাকা আহত লোকের
চলচিত্র সেদিন তুমি যে পাঠালে
তুমি কি কাউকে তুলেছো রাস্তা থেকে?

যখনি আবার ক্রিকেট হবে
হিমা দাসেদের ভুলে যাবে
তাহলে ? পাঠাও যে বড়ো?

পিতৃ দিবসে খালি "হে পিতা"
মাতৃ দিবসে খালি  "হে মাতা "
কদিন জিগেস করো "কেমন আছো?"

মৃত শহীদের পতাকা মোড়া দেহের ছবি
এগিয়ে দিলেই কি
দেশ ভক্ত হওয়া যায়?  

কি হবে এসব কোরে
যদি মনে প্রাণে না আসে ?......সুব্রত