পিচ্ছিল আকাশের নিচে
দাঁড়িয়ে 'পান্ডুর' ছেলেটা ....
কি যেন হারিয়ে গেছে ওর
কি যেন নেই ....
অথচ  কি যে হারিয়েছে
কি যে নেই ছাই
সেটাই বুঝে ওঠেনা |
একরাশ ইচ্ছা চিনচিন করে ...
নিল দিগন্তে হারিয়ে যেতে
কালচে সবুজ অরণ্যে মিলিয়ে যেতে
কিংবা নীল জলের ঢেউ এর ওপর
আলতো করে ভাসতে |
ওর চারপাশে যে অসংখ্য বুদ্বুদগুলো
সেগুলোকে হাতের মুঠোয়
ও অনুভব করতে চায়|
ছেলেটা দাঁড়িয়ে থাকে
সোনা গলানো রোদ্দুরের পাশে
প্রতিবেশী পাকুড় গাছটার ছায়ায় |
কি যেন হারিয়ে গেছে ওর
কি যেন নেই ....
অথচ  কি যে হারিয়েছে
কি যে নেই.......!
                        ..............সুব্রত