সকাল থেকে হেঁটে চলেছি ভাঙ্গা মনের নদীর পাড় বয়ে
পাড় গুলি অনেক ভাঙ্গে গেছে, জল স্রোতের বন্যা হয়ে
ছিল মন ভরা স্বচ্ছ জল, বাঁধানো মনের পাড়
ঝড় হয়ে সব হলো শেষ, জীবনে কি থাকলো বাকি আর
ছন্নছাড়া লক্ষ্যহীন জীবন আর কাঁদা মাখা মন,
সময় খুব কম, কেউ নেই কাছে এসে গল্প শুনবে কিছুক্ষন
জীবনটা আজ নীড় ভাঙ্গা পাখির মত
কোথায় যাবো, কোথায় থাকবো নেই কেউ বলার মত
জীবন আজ গান পাগল, কষ্ট থাকে আমার কবিতা়য়
কখনও কি আসবে ভালবাসা আমার নীরবতায়
ভালোবাসার পথে নামতে গিয়ে পেলাম কত মানুষের ছোঁয়া
একে একে সবাইকে লাগলো ভালো, চোখে দেখছি ধোঁয়া
পারবোনা কাউকে ছাড়তে রাখবো বেঁধে মনে,
সব নেশাতে ডুবে আছি, নিজেকে হারিয়েছি গোপনে
জোরা লাগা মনের পাড়, সংসার সুখ ফিরে এল জীবনে
তবুও পেলাম না সুখের চাবিকাঠি, পাবো কি এই মরনে
বিশৃঙ্খল লক্ষ্য হীন জীবন, বহু মানুষকে দিয়েছি মন
তুমি কেন বার বার আসতে চাও, পেতে চাও নরক জীবন?
আমি পারবোনা শুধু তোমাকে মনের ঘরে বসাতে
কষ্ট পাবে ঘৃনা আসবে মনে, পাবে কিছু থেকনা সে আশাতে
জানি তোমার ভালোবাসা নিঃসার্থ নিষ্পাপ তোমার মন
পাগলের মত কেন ভালোবাসলে এমন পাথরের মত মন
সময়টা আজ শেষ হয়ে এসেছে, ডুবেছি মদের নেশায়
কিভাবে তোমার ভালোবাসার দেব সম্মান আর ভরসা ?
ছন্নছাড়া সুরে ভেজানো মন তোমাকে ভালোবাসে
মন আজ বহু ভাগে ভাগ হয়েছে, তবুও তুমি থেকো পাশে।