কত চেনা অচেনা মানুষের কাছে ঘুরেছি,
আমার ছোট্ট ঘরে বিছানায় শুয়ে ।
সোস্যাল নেটওয়ার্কিং খুব অদ্ভুত জিনিস,
মুখে একটা কথা না বলে কত কথা বলি আমরা।
আরো অদ্ভুত লাগে আমরা একটা আই ডি,
জানিনা আই ডি ওপারের মানুষটার পরিস্থিতি ।
কখনো কখনো এই আই ডি বেঁচে থাকার ওষুধ,
কখনো বা এক মুহূর্তে সোস্যাল জীবন থেকে দূরে।
তবুও নিজের জীবনের অনুভূতি গুলো
বেঁচে থাকে সোস্যাল মিডিয়ায় দেওয়ালে ।
জীবনের ভালো মন্দ কথা ভাগ করেছি
অনেক অচেনা থেকে চেনা হয়ে ওঠা মানুষের সাথে।
জানিনা কখনো তাদের সাথে দেখা হবে কিনা,
বা সরাসরি বসে আড্ডা সাথে এক কাপ চা ।
তবুও জন্ম হয় কত মনের মত বন্ধু,
তাদের সাথে আড্ডাটা থাকে দেওয়ালে
দুঃখ টা থাকে ইনবক্সের এক কোনায় ।
বেঁচে থাকুক আত্মার সাথে আত্মার সম্পর্ক।।