ঘুম ভাঙ্গে মায়ের ডাকা নাম
সকালে উঠে ঠাকুর প্রণাম
দেখছি কত বাস আর রেল গাড়ি
বড় হয়ে ট্রেন চালাব ভাবছি বসে বাড়ি
কত মানুষ ছুটে চলেছে কাজে
বড় হওয়ার জীবনটা সত্যি কি বাজে?
এখন শুধু বই পড়া, ভালো লাগেনা আর
মা বলে খেলা সময় অনেক আছে,
পড়াশুনা হয়ে যাক পার
সুযোগ পেলে মন চায়ত খেলা
মা বলে এখন শুধু পড়া পড়া খেলা
মা আমি কবে তোমার মত বড় হবো
খেলবো, ঘুড়বো, নিজের মত চলবো
বড় হলে হারিয়ে যাবে সুখের বাড়ি
কেন মা? বড় হয়ে দেব কিনে গাড়ি বাড়ি।।