ভিড় রাস্তা আর ট্রেনের ভিড়ে
কাটছে চাকরির একঘেয়ে জীবন
সকাল হলে অফিস যাওয়ার চিন্তা
এটাই আমাদের দৈনন্দিন জীবন
শহরের বুকে কখনও ঠাণ্ডা
কখনও বা পুড়ছে প্রবল রোদে
তবুও ছুটে চলেছি রোদ বৃষ্টির মাঝে
সব কষ্ট মাথায় নিয়ে চলি পেটের তাগিদে
অফিস গিয়ে কম্পিউটার আর ফাইল
কাজের ভিড়ে আটকে থাকে শ্বাস
একই হিসাব আর কম্পানির লাভ ক্ষতি
ঠিক থাকলে তখন একটু সস্তির প্রশ্বাস
বিকাল হলে একটু ভালো লাগে
বাড়ি আশা ঘুমানোর জন্য প্রান ভরে
সময় টুকু বিক্রি হচ্ছে প্রতিদিন
অল্প কিম্বা মোটা টাকার দরে
রোজ ট্রেনে একই যাত্রী অল্প নতুন মানুষ
ভিড়ের মাঝে গল্প আড্ডা প্রান খোলা সুখ
ছাত্র জীবন বেশ ভালোই ছিল
পড়া না হলে মিথ্যা যত সব অসুখ
এখন শুধু কাজ কাজ আর টাকা
সময় টা খুব কম, চাকরিজীবী আমরা
জীবন এখন মৃতের ভিড়ে লুকিয়ে থাকা
হাত পা নাড়া কথা বলা বস্তু আমরা।।