ভালোবাসার শুরু হয় “আমি তোমাকে ভালোবাসি”
কখনও কেউ বলেনি আমি সর্বদা তোমার পাশে আছি
সবাই বলে আমি মারা যাব তোমাকে না পেলে
কেউ বলেনি তোমার দুঃখেও সাথী হবো, তোমাকে কাছে পেলে
কাউকে “ভালোবাসি” বলতে পারা অনেক বেশি সরল ভাষা
“আমি আছি তো” অনেক বেশি জীবনের বড় ভরসা
দামি রেস্টুরেন্টে বসে সময় কাটাতে লাগে খুব ভালো
দায়িত্ব নিয়ে রাস্তা পার করা, দায়িত্ব পূর্ণ হাত তার চেয়ে লাগে ভালো
সারাদিনে “ভালবাসি” কথাটা ভালো লাগে বলতে
“তোমাকে বিশ্বাস করি” তার চেয়ে অনেক মধুর লাগে শুনতে
ভালোবাসি না বলেও অনেকে বেশি ভালোবাসা যায়
“আমি তো আছি’ এই বিশ্বাসে আজীবন পাশে দেখা যায়।।