দু চোখে স্বপ্ন নিয়ে রাতের শেষে
আজ দাঁড়িয়ে আর এক শিশু দিবসে
ছোট্ট তাদের মাথা, মনটা নয় ছোট
তোমরা ভবিষ্যতের মেরুদণ্ড হয়ে ওঠো
শিশুদের নিয়ে আর চাইনা প্রহসন
বিদ্যালয়ের বেঞ্চ হোক তাদের আসন
শিশু শ্রম নিয়ে আইন রয়েছে শুধুই নামে
মাঠে ঘাটে শিশুর শরীর ভেজে ঘামে
সব শিশুর মনের সুপ্ত ইচ্ছা বিশ্বজয়
গরীব শিশু বলে অবহেলার যোগ্য হয়?
লাখ লাখ শিশুর জীবন কাটে রাস্তার বুকে
হারিয়ে যাচ্ছে জীবন সমুদ্রের ঘূর্ণিপাকে
বিশ্বকে ধরতে পারে ছোট্ট হাতের মুঠোয়
সবাইকে আগলে রাখে নিস্পাপ ভালবাসায়
এগিয়ে চলো জ্ঞানভাণ্ডার ছোট্ট পিঠে বয়ে
থাকবো আমরা পিছনে মেরুদণ্ড হয়ে
সুন্দর ফুলের জন্ম যেন অঙ্কুরেতে ধ্বংস নয়
ভবিষ্যতের গর্ব ছোট্ট দু পায়ে করবে বিশ্বজয় ।।