শতবর্ষে
আকাশ ঘিরেছে বিষাক্ত ধোঁয়া
দিনেতে নেমেছে আঁধার রাত।
বাতাসে উড়ছে বারুদের গন্ধ
মাটিতে শুকনো রক্তের দাগ।
গাছেতে ঝুলছে কৃষকের দেহ,
শতচ্ছিন্ন শ্রমিকের দেহ ঠুকরে খায় কাক।
নারীদেহ ছিঁড়ে খায় ভণ্ডের দল,
শিশুতে কুকুরে চলে রুটির লড়াই।
জন হেনরি, উঠুক গর্জে হাতের হাতুড়ী।
ধ্বনিত হোক- পুঁজিবাদ নিপাত যাক।
সাম্রাজ্যবাদের লাশের উপড়ে
মেহনতি মানুষের হোক জয়।
শ্রমিক-কৃষকের মুষ্টিবদ্ধ হাত উঠুক জেগে,
ত্রিভুবনে উঠুক আওয়াজ- ইনকিলাব জিন্দাবাদ।।
শঙ্কর রুদ্র
৫-১১-২০১৯
নয়ডা