সাত সমুদ্রপাড়ি দিয়ে স্বপার্ষদ তুমি এলে।
চোখে তোমার নবপ্রজন্মের স্বপ্ন।
রূপসী সুন্দরী তুমি, অপরূপা অনন্যা।
তুমি রাণী, সকলের অতি প্রিয়।
তোমার ওই রূপের জৌলস
মায়াবী দুটি চোখ, পেলব শরীর।
হিল্লোল তোলে লোভী মানুষের মনে ।
বাঁধা পড়লে লালসার ধাতব জালে,
ক্রুর শিকারীর শিকার হলে তুমি।
মাতৃ জঠরে মৃত্যু হল অজন্মা তোমার সন্তানের।
ভ্রূণ হত্যায় এদের হয়না কোন অপরাধ।
তোমার ক্রন্দন খুশির ছোঁয়া এনেদিলো মানুষের মনে।
তোমার মৃত্যুতে আনন্দের লহর উঠে মানব সমাজে।
তোমার নামে হয় উৎসব,
সকলে উপভোগ করে তোমার সুন্দর শরীর।
কখনো ভাজা বা ঝোলে বা সর্ষে ঝালে।
তুমি রূপসী, রাণী, তুমি ইলিশ ॥