ডুগডুগিটা তোমার হাতে বাজাও তুমি জোরে,
বাঁদর নাচন নাচাও তুমি সকল সন্তানেরে।
নাচছে তোমার ছেলে-মেয়েরা, নাচছে নাতি নাতনি
মিটি মিটি হাসছ তবু চোখ টি খুলে চাওনি।।
মাতৃত্বের রশি ধর স্নেহের চাবুক হাতে
ভালোবাসার সুখের অশ্রু তোমার নয়ন পাতে।
সবার মনে দুঃখ ভারি সুস্থ দেখতে চায়,
ভাবছ তুমি, বয়েই গেল আমার কি বা দায়।।
দিব্বি ছিলাম খোস মেজাজে খাটের পরে শুয়ে,
সবাই বলে একটু হাঁটো লাঠি হাতে লয়ে।
এবার বোঝো কেমন মজা শুয়ে পড়েছি আমি,
ঘুমব আর খাব শুয়ে নাচবে এবার তুমি।।
ডুগ ডুগ ডুগ ডুগডুগিটা যেই না দিলে নেরে
বৌ, ছেলে, মেয়ে, নাতি-নাতনির মনটা উঠল নড়ে।
মনে মনে হাসলে তুমি কেমন দিলাম ফাঁকি,
প্রভু আমায় ডাক দিয়েছেন আর কি আমি থাকি।।
শঙ্কর রুদ্র
৩০-০৫-২০১৯
নয়ডা