তোমার বুকের খাঁজে জমা ব্যক্তিগত শূন্যতারা
আজকাল বড্ড বেশি নিজেদের কথা বলতে চায়
বলতে চায় শোক আর সুখের পার্থক্য;
দিনান্তে ভুলে যাওয়া মধ্যাহ্নের তপ্ততা, ক্লান্তি ও পারাপারের জঞ্জাল
এসব ছাড়া আর ব্যক্তিগত কিছুই জমা নেই দেয়ালে।
মানুষ থেকে মানুষের দূরত্ব অথবা তোমার চিবুক থেকে ঠোঁটের
এ যেনো সহস্র বহমান কালের অস্তগামী কোলাহল।
এক রত্তি স্পর্শের সন্ধ্যায় গা এলিয়ে দিয়েই তুমি হতে চাইলে ঈশ্বরী!
আমি তবে মৃত নই মানুষ কেবলই আমি; স্রষ্টা মানুষ!
হয়ে আছি স্তব্ধ কালের পেন্ডুলাম
নৈর্ঋতের বিলাপ সুখে, উল্লাসে, অজস্র পূর্ণতায়।
১৫০৮২৩/ সুবর্ণ শুভ/ শয়নকক্ষ.