প্রেমের হাজত থেকে ছাড়া পাওয়া শোক পার করে নতজানু বয়সের ভাঙ্গা সাঁকো
ছিন্ন পাতার নকশা; ধ্রুবতারার আজন্ম জ্বলজ্বল করা অব্যক্ত অভিমান!
চিরকাল জ্বলন্ত নিঃশব্দ তীব্র অস্ফুট দংশন অন্তর্দ্বন্দ্ব ও অগ্নিতাপ
সন্ধ্যাচ্ছন্ন চোখে থেকে যায় নিষ্ঠুরা নিয়তির অসীমতর শূন্যতার ভার।
সুবর্ণ শুভ / ১৪ নভেম্বর ২৪ / শয়নকক্ষ