– কেমন চলছে দিনকাল?
– কষ্টে! যদিও তেমন কোন কারণ নেই তবুও।
– তা হোক, ভালো থাকা কিংবা কষ্টের কারণ খুঁজতে গেলে
কষ্টের অন্তর্নিহিত সুখ বা সুখের ছায়ায় বুনা কষ্টের অনুভূতিতে যে ব্যাঘাত আসবে!
যাজ্ঞে, শাড়ী পরেছো না-কি, উন্মাদনা মিশিয়ে?
– শাড়ীই পরেছি, তবে ঠিক কতটা উন্মাদনা তুমি খোঁজো বলোতো?
– সেসব কথা বুঝিয়ে বলার সাধ্য ভগবানেরও আছে কি না জানা হয়নি সাহসে,
আমি তোমাকে দেখতে পারছি বেশ! এই সাধ।
– এটুকুতেই হৃদয়ের তৃপ্তি মিটলো?
– আমি সাধ্যের কাছে হার মানিনি, তবু আমি যে এই সন্ধ্যের কাছে অচ্ছুৎ!
– তাই যদি হয় তবে কি চাও দুরত্ব নেবে নাকি এক পেয়ালা তৃপ্ততা?
– তুমি চাইলে আমার না চাওয়া তৃপ্ততার ঠিকানা বলতে পারি।
– যার স্বাদ তুমি নাও নি তা কি অদৃষ্টের ঠিকানায় তোমায় ধরা দিয়েছিলো?
– যদি বলি তৃপ্ততার আরেক নাম নদী!
– নদী! যে নদী তৃপ্ত করবে সে নদীই তৃষ্ণার্ত।
– নদীর ঠিকানা যদি হয় সাগর, তবে ঢেউ উপকূলেও আসতে পারে।
– স্থির নদী ঠিকানাহীন...
– নদী কখনও স্থির নয় বহমান আর ঠিকানা একটাই, সাগর।
– স্থির! এই নদী বয়ে চলার মতো জলটুকু যে নেই।
– ধার করো, দেবো নাহয় কয়েক ফোঁটা।
–শোধ করতে পারবো কি না আমি সেই দ্বিধায় থাকি।
– দ্বিধান্বিত হয়ো না, শোধ চাইনা ঋণী করে রাখবো।
– দায়ভার নিয়ে চলতে পারবো তো?
– চলতে দেবোনা, নিজের সীমানায় স্থির থাকবে।
– চলতে না দিলে বেঁচে থাকবো কি করে?
– বাঁচিয়ে রাখার রসদ নাহয় আমিই হলাম।
– নিজস্বতা আটকে রাখতে হয়না, আমি নিজস্বতা হারিয়ে তোমার রসদে বাঁচতে চাইনি।
– তোমাকে তোমার মধ্যে ফেরাবো বারবার, আমি নিজস্বতায় সম্মান করি।
– আহা !
– কিছু কি বুঝে নেবো?
– বুঝাতে চাইনা, এমনই থাকো।
– অন্ধত্ব দেবে?
– তুমি কোত্থেকে আসলে সব অগোছালো করে দিতে?
– সাগরের লহর তো এমনই, ঠিকানাহীন জয়যাত্রা!
– একা একাই হারিয়ে যায় কাউকে সাথে নিয়ে নয়।
– তাহলে হারাবো না, সাগর কখনও হারায় না সবাই জানে তার বুকে নদীর বসত।
– সব নদীই সাগরে মিশে।
– তবু গতিপথ একই থাকে।
– এক নদী'র পথ বন্ধ হলেও সাগর স্থির নয়।
– নদী সর্বদাই বহমান, সাগর শুধুই সময়ের সাক্ষী মাত্র।
– বন্ধ হয়।
– হয়না আমি নদী দেখি।
– দুইদিকের সীমানা সংকোচিত হচ্ছে দেখেছো?
– আমি জানি চোখদুটো'র গভীরে জীবন।
– মরে যাচ্ছে।
– চোখ মরে না।
– তবে সেটা জীবিত থাকাও আহামরি কোন কিছু নয়।
– জীবিত থাকাই জীবনের লক্ষ।
– যার মৃত্যু নেই তার প্রতি এতো টান থাকবে কেন?
– প্রাণের জন্য প্রাণের টান, থাকতে পারে না?
– আচ্ছা, থাক তবে।
– তবে থেকে গেলাম।
– থাকো তবে যেমন ইচ্ছে ।

ক্বীন ব্রিজ/১৯০২২০.