বিশ্বাসীর দ্রুপদী ধর্মগ্রন্থের মতো পড়েছি তোমায়
শব্দে শব্দে পঙক্তিতে গেঁথেছি;
দ্যাখো, এই পঙক্তিমালা পবিত্র স্মৃতির মতো নীরব
নীরবতা এখানে বয় নদীর মতো বিশ্বাসের অভিজ্ঞানে।
তোমার শরীর বেয়ে চলেছে নৈসর্গিক বিহ্বল অভিসারী ডাক
তোমার নামের অক্ষরে অক্ষত সঞ্জিবনী বাসনার মতো
অনেক জন্ম আগে ফেলে আসা কালচিত্রের চিহ্নের মতো
কোন এক শাশ্বত শরণার্থীর দ্বন্দ্বের স্থায়িত্বের মতো
পাশাপাশি অবিরত চলাচল পথিকের ক্লান্তিহীন ক্লান্তির মতো
প্রণয়ের অলিখিত প্রার্থনা আর অবধারিত মৃত্যুর মতো।
সুবর্ণ শুভ/ ০১১০২৪ / শয়নকক্ষ