ভালবাসা আজ সুবাস ছড়ালো কম
তোমার আতর-গোলাপ মন কোথায় থাকে?
ভালবাসা আজ খুব ভাল করে রাঁধো
প্রণয়ের পায়েসে বেঁধে রাখ আমাকে!
অভিযোগের সালাদ এমনিতে ভরা নুনে
আর দিওনা নুন লোকের মিথ্যে কথা শুনে।
চুমুতে আজকাল মিষ্টি হচ্ছে কম কম
অন্ত্যমিলে এসেছে অভিমানের চমচম।
বিচ্ছেদের আগুনে আর পুড়িও না কলিজা
তোমার বিরহে এসেছে কফি-গরম জ্বর
তোমার যখন তখন রাগে শত মসলার ঝাঁজ
আজ লিখেছি পদ্যে- ভালবাসার রসুই ঘর।