ভাদ্রের দুপুরে প্রেমিক হাঁটে ফুটপাতে
লোকে জানে না সেই প্রেমিকের প্রেম রাজকীয়
ভদ্রা নক্ষত্রের নাম প্রিয়তমা জানে
প্রেমিকের অনুপম প্রেম প্রিয়তমার খুব বেশি প্রিয়।
প্রেমিকের অবহেলা পায় ভাদ্রের ভ্যাপসা গরম
তার মনোযোগ পায় রমণীর এলোমেলো চুল
ভাদ্রের গরমে তাল পাকে,প্রণয়ও তারে ডাকে
সেই ডাকে প্রেমিক তুচ্ছ করে ভাদ্রের ভাদ্রা ফুল।
আমিই সেই প্রেমিক,তুমি দিয়েছিলে ভাদ্দর প্রণয়
আমাদের প্রেমে এসেছিল ভাদ্রের নামে শরৎ
আচমকা ভালোবাসা হারিয়ে তবু ভালোবাসি আজও
যদি কোন ভাদ্রে, সেই প্রেম,তুমি দাও ফেরত।
পলাতক ভালোবাসা ফিরে পেলে,জানিনা কেমন লাগে
হারিয়েও ফিরে পেয়েছি এই জীবনে কত ভাদ্র
তুমি যদি ফিরে আসো আবারো কোন ভাদ্রের সন্ধ্যায়
আমাদের চার চোখ, ভালোবেসে, তবে হবে আর্দ্র।