পূর্বাষাঢ়া,উওরাষাঢ়া নক্ষত্রে আষাঢ় রাখে
নিজ নামের প্রিয়,চেনা এক ঋণ
সেই আষাঢ়ে তুমি প্রণয়বিমুখ হলে
প্রেমিকের আষাঢ় কাটে অর্থহীন।
রৌদ্রতপ্ত গ্রীষ্মের অসহায় আত্মসমর্পণ
প্রকৃতির দায় নিয়েছে অাষাঢ়
বৃষ্টিস্নাত সন্ধ্যায় বুঝেছো কি—এখন সময়
শুধুই বেহিসেবী ভালবাসার!
আষাঢ়ের প্রতি দিনে আমরাও ভালবাসি
আমাদের প্রেম মুখচোরা
প্রিয়তমা,মুখে বলে না,তবু হৃদয় জানে
সে চায় কদম একজোড়া!
প্রিয়তমা,প্রণয়ের টানে তোমাকে জানাই
কদমের আরেক নাম ললনাপ্রিয়
প্রিয় ললনা,এই এবং আগামী আষাঢ়ে
তুমি সবচেয়ে প্রিয়—জেনে নিও।
প্রণয়ের অাষাঢ়ে তুমিহীন বিকেলে
জমে অভিমানের কাল মেঘ
অাষাঢ়ের কাছে জমা থাকে,প্রিয়া
অামাদের সেই চেনা অাবেগ।
অাষাঢ়ে চাই—প্রণয়ে তোমার মনোযোগ
বৃষ্টিস্নাত কামিনী,কেয়ার ডাল
তবুও আমার চেয়ে তোমাকে বেশি ভাবায়
সস্তা চটপটির টক,ফুচকার ঝাল।
বর্ষণমুখর সন্ধ্যায় আরো ভালবাসা চাই
এই ভালবাসা লাগে বড় অল্প
অামাদের প্রেমেও বিরহ-বিচ্ছেদ আছে
লোকে জানুক তা আষাঢ়ে গল্প!