আমার মৃত্যু হবে হঠাৎ বুক ব্যথায়
অথবা পাড়া প্রতিবেশী বলবে
আমি মরেছি জ্বরে,ভীষণ অবহেলায়!
কাজ শেষে বাড়ি ফেরার প্রিয় তাড়ায়
নয়তো ছুটিতে বেড়াতে গিয়ে
আমি হয়তো মারা যাব কোন দুর্ঘটনায়!
আমার হতে পারে মৃত্যু ঘুমের ঘোরে
কিংবা খুব স্বাভাবিক মৃত্যুতে
ফিরবো না আর কার্তিকের কোন ভোরে!
তখনো প্রেমিক আমি হেমন্তের বিকেলে
মৃত্যু ভুলে অপেক্ষায় থাকি
মান ভেঙ্গে এই বুঝি- প্রিয়তমা,তুমি এলে!
তোমরা আমার মৃত্যু দেখো,প্রেমিকের নয়
প্রিয়তমার গোপন অশ্রুতে
চিরকাল প্রেমিক করে অতুলনীয় মৃত্যুজয়!