বিরহ জানে—প্রিয়তমা রোজ ভাঙ্গে
কাঁচের চুড়ি,প্রেমিকের শেষ সম্বল
প্রেমিকেরে জড়িয়ে সে দেয়
ভীষন যত্নে—বিচ্ছেদের বিরহ-কম্বল।
প্রেমিকেরে প্রিয়তমা দেয় অবহেলা
হেসে হেসে দেয় শ্রমিকের মর্যাদা
অজ্ঞতায় তারা জানে না চিরকাল
প্রেমিকেরা পৃথিবীর বীর শাহজাদা।
প্রেমিকের প্রেম নয় নাটাই-বাঁধা ঘুড়ি
জেনে রাখো—প্রেমিকের প্রেম অনুপম
খেয়ালীপনায় সেই প্রেমে আঁকো তুমি
উপশমহীন জখমের পর ভীষন জখম!