অঘ্রাণের বৃষ্টিতে শীত এলো,প্রেমিক না
শীতের আমেজমাখা বিকালের রোদ
আজ কোন প্রেমের কথা বলবে না প্রেমিক
প্রিয়া,বৃথা করোনা তুমি শত অনুরোধ।
আর্দ্রা নক্ষত্রে আছে অঘ্রাণের ঘ্রাণ
সত্যি প্রেমিকের প্রেমে আসে নাই নবান্ন
কাছের প্রেম নিয়ে দূরত্বে যাবে বলে
প্রিয়তমাকে বলেছে বিদায়,বিরহ আসন্ন।
প্রেমিকেরা হয়না মায়ের ভালো ছেলে
প্রিয়তমার অভিযোগ ছুঁয়ে যায় আকাশ
প্রেমিকেরা হতে পারে না সফল স্বামী
নিয়তি মেনে করে ব্যর্থতার সফল চাষ।
অগ্রহায়ণ এলেই বুঝি,সব হতে আছে
শুধু প্রেমিক হতে নেই প্রেমিকের
চিরকাল প্রেমিকের প্রেমে লোক হেসেছে
প্রেমিক হেরে গেলে কী থাকে প্রণয়ের?
অঘ্রাণ জানে,জানে গাঁদা,সূর্যমুখী ফুল
যে প্রেমে সফল সে ব্যর্থ প্রেমিক
প্রণয়ের দামে এলোমেলো যার প্রাণ
সে প্রেমে ব্যর্থ,তবে সফল প্রেমিক।
কেউ প্রেমিক হতে চায় না,পেতে চায়
তবু অঘ্রাণে প্রেমিক জন্মায় অনন্য
অঘ্রাণ জানে,প্রেমিকের কিছু পেতে নেই
প্রেমিকের ছদ্মনাম সাজ্জাদ সুবর্ণ ।