আমরা দু’জন দু’জনকে মিথ্যে বলেছি
শিল্পের মত মিথ্যে বারবার
সেই মিথ্যের কথা তবু আমি ভাবি
মিথ্যে প্রেম কি মনে আছে তোমার?
আমি বলেছিলাম-তোমাকে ছাড়া বাঁচবো না
জীবনের অপর নাম তুমি,শুধু তুমি
নাম লিখেয়েছি মিথ্যেবাদী প্রেমিকের দলে
তোমাকে ছাড়াই বহু দিন বাঁচি আমি।
তুমি বলেছিলে-ভালোবাসো শুধু আমাকেই
আমাদের নাকি হবে কবিতার মত সংসার
তোমার দেখা নাই-কোটি ক্ষণ,কত কাল
রাখো নাই খবর,আমাদের ভালোবাসার!
তোমার ব্যস্ত সংসার,আমিও আছি বেঁচে
বেঁচে আছে মিথ্যে,সত্য বিরহ হাজার
কোথাও নেই আমাদের সেই মিথ্যে প্রেম
মিথ্যে করেও ফেরে নাই সেই প্রেম আর!