ভালোবাসা হারালেই আমরা বুঝি
কার্তিকে আমাদের নেই কোন কাজ
পাকা ধানের গন্ধ কার্তিকের গা’ জুড়ে
প্রণয়ের সুবাস কোথাও নেই আজ।
কার্তিকের কাঁচা রোদ জানে এ সত্য
আমদের প্রেম নেই,ঘৃণাও নেই কোনো
কার্তিকের বৃষ্টি বিরহ ঝরালো বলে
নিজস্ব প্রণয় বলে আর কিছু নেই জেনো।
কার্তিক ফিরবে প্রণয়ের দু’হাত ধরে
ফিরে পাবে সে শিশির ভেজা ঘাস
আমরা পাবো না ফিরে প্রিয় সেই ছোঁয়া
শিশির ভেজা ঘাসে হাঁটার অবকাশ।
কার্তিকের সাথে কৃত্তিকা নক্ষত্রের প্রেম
সেই প্রণয় ডেকে আনে ধূসর হেমন্ত
অভিমানে আমরা প্রণয় ঠেলেছি বহু দূরে
কুয়াশায় ঢেকে যায় প্রণয়ের দিগন্ত।
মল্লিকা,রাজ অশোক,দেব কাঞ্চন,হিমঝুরি
কীসের দামে বিলায় আবেগী কার্তিক
আমাদের প্রেম কার্তিকে দেয় সমাজ চাপা
হৃদয় ভাঙ্গে,আমরা হয়েছি সামাজিক।