নিন্দুকের নেই কাজ,খই ভেজে বলে
শহরে কাকের চেয়ে কবি বেশি,
তবু কবিতা নিয়ে সকাল-বিকাল
তোমার বকুল বকুল মনে আসি,
তোমার নিরিবিলি ব্যক্তিগত সময়
আমাদের করে,বলি - ভালবাসি।
প্রেমিকের নিরীহ আবেগেরা পায়
কবির হাতে শৈল্পিক পূর্ণতার ডাক,
কাকের সাথে কবির কাক-তুলনায়
প্রেমিকেরা শিশুর মত বিস্ময়ে অবাক,
চিরকাল কবিরা প্রেমিক,প্রেমিকেরা কবি
নিন্দুকেরা কচু শাক —ওরা নিপাত যাক।