জমে না ঠিক প্রণয়ের লেনদেন
প্রেমিক দেয়-জৈষ্ঠ্যের নামে অপবাদ,
জ্যেষ্ঠা নক্ষত্রের নামে জৈষ্ঠের নাম
দাবদাহে পুড়ে প্রিয়তমার আহ্লাদ।
তবু কিছু প্রেমিক উপেক্ষা করে
জৈষ্ঠ্যের আগুন আগুন রোদ-খেলা
তারা মুগ্ধ চোখ রেখে কৃষ্ণচূড়ায়
জৈষ্ঠ্যকে ফেরত দেয় অবহেলা।
মধুমাস জৈষ্ঠ্যে প্রেমের শহরে ভাসে
মৌসুমী ফলের তীব্র মিষ্টি সুবাস
প্রেমিকের আছে তোমার রুমালের ঘ্রাণ
অনায়াসে করে সে,বাকি সব উপহাস।
জামরসে তোমার ঠোঁট রঙ্গিন দেখে
প্রেমিক উৎসবে মাতে সব ভুলে
তোমার জন্য রুক্ষ,শুষ্ক প্রকৃতিকে
জৈষ্ঠ্য ভরেছে- বেগুনী জারুল ফুলে।
জৈষ্ঠ্যের ঝিমধরা দুপুরে তুমি বলো
তোমার এসেছে খুব ভাল বিয়ে
কোন এক জৈষ্ঠ্যের বিকেলে ঝড় তুলে
হঠাৎ করে,পালাবো তোমাকে নিয়ে।