যার অকালে প্রণয় ভেঙ্গেছে
তার বুকে আজীবন ব্যথা চিনচিন
আজ আমার বিরহ বিরহ লাগে
তোমায় ছাড়া ফিরেছে বেহায়া আশ্বিন।
মনে পড়ে সেই গাঢ় নীলাকাশ
আমাদের পরিচয়ের সেই প্রথম দিন
তুমি সংকোচে পড়েছিলে নীল শাড়ি
কোথায় হারালো আজ ধ্রুপদী আশ্বিন।
তুমি বলেছিলে কথা খুব কম
তবু বলেছিলে,ভালো লাগে কাশবন
আজো কাশফুল বিরহে আসে
কবিতা জানে কত প্রিয় লাগে সেই ক্ষণ।
হয়তো চায় না,তবু তোমার চলার পথে
তোমার দেখা পায় আশ্বিনের ধুলো
এত করে চায় বলেই আমি পাই নাই
বিরহ সেই ধুলোয় প্রণয় উড়ালো।
জানো নিশ্চয়ই,শিউলি ফুল রাতে ফুটে
শুভ্র শিউলি সকালেই ঝরে যায়
শিউলির কান্না আমি আজ বুঝি,প্রেয়সী
প্রণয় হারালে শিউলিও ব্যথা পায়।
বাংলা প্রতি মাসে জড়িয়ে আছে নক্ষত্র
আশ্বিনের সাথে জড়ায় থাকে অশ্বিনী
অনেক বিষাদ জীবনে,সব তো মনে নেই
তোমার বিচ্ছেদ-ব্যথা কেন জানি ভুলিনি।