নিমেষের মধ্যে শেষ, জলের প্রতিপত্তি বেশ।
সভ্যতাও ঘেমে গেছে– কার মৃত্যুতে, কার অশ্রুতে,
কাছ থেকে মৃত্যুর স্বাদ বড়ো নিষ্ঠুর,
বড়ো ভয়ানক, বড়োই মায়াময় বিদ্বেষ।
সাথে করোনার ঘনঘটা হৃদয়ের আকাশে,
সাথে মৃত্যুর তাণ্ডব বাতাসে বাতাসে।
ভয়ানক শব্দ, ভয়ঙ্করী চিৎকার
রুদ্র জলের কণায়, ভৈরবী বাতাসের কণায়
এক লহমায় সব শেষ, নিস্তব্ধ, চুপচাপ।
আমার দীঘা আজ ভালো নেই গো।
আমাদের দীঘা আজ ভালো নেই।

রচনাকাল -
নিজ বাসভবন
২৭/০৫/২০২১
সকাল - ০৮:০২