এখন বাজে বারোটা নেই ঘুম চোখে
রাতে লেখনী আমার তোমায় যে লেখে।
অন্তেঃ মাতলো ভাবনা মৃদুল বাতাসে
কল্পনা চাঁদনি তুমি রাতের আকাশে।
রাশি রাশি মেঘ ঢাকে ক্ষণিকের তরে
তোমার কথা ভেবেই হর্ষে মন ভরে।
ফোনে তুমি নেই বলে একা একা লাগে
তোমার কথা শুনতে আনন্দ যে জাগে।
এই ভাবনার রাত সদা যেন থাকে
এইভাবে মন যেন তোমাকেই হাঁকে।
রচনাকাল -
নিজ বাসভবন
০২/০৮/২০২০
*আমার প্রিয় বন্ধু ফিরোজ, সে আমায় একদিন বললো তার মনের প্রেমের অনুভূতির কথা। আর আমি তার জায়গায় নিজেকে রেখে, প্রেমের অনন্য অনুভবে নিজ ভাষায় লিখে ফেললাম এই কবিতা। এই কবিতা প্রিয় বন্ধুকে উৎসর্গ করলাম।