তোরা কি ভুলে গেছিস মানব উদারতা ?
তাই হয়তো হারাচ্ছিস মানব প্রেমের ক্ষমতা।
ওরাও তো কোনো একজনের ছিল ভাই ও বোন
তাদের বিপদে দেখে তোরা সেই ফিরিয়ে নিলি মন!
আরে,তোদেরও তো ভাই-বোন আছে
তারা যদি ফিরে না আসে তোদের কাছে !
তাই বলি তোরা মানসিকতা পরিবর্তন কর
সবাইকে নিজের আপন করে বুকে আঁকড়ে ধর।
তাহলে তোদের প্রতিচ্ছবি তোদেরকে আর ধিক্কার করবে না
তোদের উদারতা দেখে সমাজ আর দূরে ঠেলবে না।
তোরা যে সমাজ বাংলার গৌরব সন্তান
তোরাই পারবি বাঁচাতে বাংলার সম্মান।


রচনাকাল -
নিজ বাসভবন,
04/07/2017,মঙ্গলবার,
সকাল- 08:05,