‘জানো আজ আমি আর ভালো নেই
বেশ বসে আছি গৃহবন্দি সেই,
অল্প টাকা ঘরে ভয় শুধু মনে
কবে শান্ত হবে এ অশ্রু নয়নে।’
ভয় পেয়ো না গো সব ভালো হবে
আগের মতোই সব সুস্থ রবে।
আচ্ছা! সব ভালো বাড়িতে সবাই
বাবা-মা, ঠাকুরদা আর ছোট্ট ভাই।
‘হ্যাঁ,সবাই ভালো’ শোনো, আর তুমি?
ওহ! আচ্ছা বাবা, এই নাও হামি
এতে কাজ হবে জানতাম আমি,
জানি ভালো নেই! ‘ভালো আছো তুমি?’
তুমি ছাড়া আমি, জলহীন মাছ
শক্তি বিনা কাজ,পাতাহীন গাছ।
যাইহোক আছি! খুব একা লাগে
আশা করে আছি বিয়ে হবে মাঘে,
আমি হবো বর তুমি হবে কোনে
ওগো প্রজাপতি সময় যে গোনে।
বিদ্যুতের শব্দ! যায় চোখ খুলে;
সবই কি স্বপ্ন? সব যায় গুলে।
এখনো হয়নি কিছু তাকে বলা
তাকে আগে বলা পরে পথ চলা।

রচনাকাল -
নিজ বাসভবন
১৩/০৭/২০২০
সকাল - ০৭:১৬