এই মানব চরিত্র বড়ো জটিল চিত্রণ,
বোঝা যায় না সত্তার পরিচয়ের গঠন,
নয়নের মোহে সবই অধরার পতন।
অতি কৌতুহলে যেমন সদা বিপদ আনে,
তেমনই সততা হারে প্রতারণার বাণে,
লাফিয়ে ওঠে দিনে অন্ধকার আপন গানে।
স্বভাব বদলায় একঘেয়েমি রাতের মতো,
সকালের আশায় সেই মধুর স্বপ্নে ক্ষত,
কুয়াশার জালে সদা এই কিরণই নত।
ছলনার কাছে সেই নাট্য মানবই খ্যাত।।
রচনাকাল -
নিজ বাসভবন,
২১/০৬/২০১৭, বুধবার,
সন্ধ্যা -০৭:১২,