আমি যে পয়সা,ছিলাম তোমাদের বংশদাতা,
এখন আমরা নেই মূল্য,হয়েছি শুধু বক্তা।
আমরা থেকে সৃষ্টি এক টাকার,
তার থেকে দুই,পাঁচ,দশ...পাঁচশো,হাজার।
অঅভিযোজনে পাঁচশো,হাজার মগ্ন যখন,
প্রাকৃতিক নির্বাচনে বাধা,বিলুপ্ত হল তখন।
আবার অভিযোজন হল যখন পাঁচশো হাজারের,
নতুন পরিবেশ নিল আপন করে তাদের।
আমি বলি প্রকৃতির সঙ্গে মানিয়ে চলো।
জন্ম জন্মান্তর অস্তিত্ব থাকবে সচল।
যে প্রকৃতির বিপরীতে যায়।
সে পুরনো পাঁচশো,হাজারের সঙ্গ পায়।



রচনাকাল-
নিজ বাসভবন,
ইং-১১/১১/২০১৬,
শুক্রবার ,০৮ঃ২১AM,