সুস্থ গ্রামের মোহ মায়ার, গণ্ডি পেরিয়ে আজ
শহরের বুকে এ কোভিডে, বাঁচার ইস্তাহার॥
কোভিডের আলিঙ্গন যেন, প্রতিটি মুহূর্তে
দেহের বহিরাভাগে। পাচ্ছে না কবজ পার।
আঁটোসাঁটো এই শরীরের বেড়াজালে বাধা
অন্তরে হানা দিতে, জানি না কতদিন আর॥
সুস্থ গ্রামের মোহ মায়ার, গণ্ডি পেরিয়ে আজ
শহরের বুকে এ কোভিডে, বাঁচার ইস্তাহার।