আরে আরে চলছো কি ভাবে?
আমারে দেখো কি পিঁপড়ে চলনে
অসহায় মোরা কিন্তু দ্রুততা সঙ্গে রবে।
হয়তো আসতে সময় অতলে,
কিন্তু আসিব বারেবারে ভালো-মন্দে
থাকিব অন্তরে কখনো ছলে কখনো বলে।
সময়ের জালে চিনিবে তুমি আমারে,
যদি পবিত্র মনে হতাশা জাগে অন্তরে
একগুচ্ছ বেদনা,সৃষ্ট ভাবনা রূপে তোমারে।
যখন মনে উত্ফুল্ল জাগে তখন স্মৃতি চলে,
আপন মনে কেবা ধরে ভবঘুরে মেতে ওঠে
অধরা কামনা ভাবনা রূপে তোমার ভালে।
আমি যে সহজ,সরল সবার ধরন,
ভাবো মোরে যেমন যখন আমি সঙ্গে তখন
অসহায় তাই ভাবনারূপে করি স্মৃতি পূরণ।
মোরা যেমন জাতপাত,ধনী-গরিব নাহি মানি,
সমস্ত বৈষম্য ভুলে তোমারে ধারণ করি
সব্বাইকে অতি সমাদরে আপন করে শান্তিতে আনি।
তোমরা কি তা পারো না, ঐতিহ্যের মোহে আজও কি বাঁধা?
দ্রুতগামী জীবনে মন্থনে বিরূপ ভাবনায়
নিজেরা নিজেদের অন্তরে রয়েছে আজও ধাঁধা।
মোরাতো অসহায় তাই তোমার কাছে ভাবনা রূপে,
আজও আছি বেশ, নাই যে মোর শেষ
আমার ঘাঁটি তুমি, তোমার ভাবনায় আমি দিয়েছি সঁপে।
আরে আরে চলছো কি ভাবে?
আমারে দেখো কি পিঁপড়ে চলনে
অসহায় মোরা কিন্তু দ্রুততা সঙ্গে রবে।।
রচনাকাল -
নিজ বাসভবন,
26/03/2017,রবিবার,
সকাল -06:11,