তীক্ষ্ণ ছুঁচের আঘাতে করলে ক্ষত আমারে,
বারোটা মাস ছিলাম পাশে আজকে সময় ঝরে।
যারা আজকে নতুন তারাতো কালকে পুরনো,
তাই এই বর্ষে নতুন ভাবে সবাই ঐক্য আনো।
বছর বছর গিয়েছে চলে তীক্ষ্ণ ছুঁচের আঘাতে,
কিন্তু বঙ্গবাসী আমার, পারলে না ঐক্য আনাতে।
ঐক্য হীন বঙ্গবাসী আজ যাবো চলে আমি,
এক দিন বুঝিবে এই ঐক্য ছিল কত দামি।
তীক্ষ্ণ ছুঁচের আঘাতে করো না ক্ষত ১৪২৪ সনে,
সাক্ষী হিসাবে রেখে গেলাম এই কবিতার চরণে।
নতুন বছর এলোরে এবার নতুন উদ্দিপনা নিয়ে,
আমার কথা যেও না ভুলে নববর্ষ আনতে গিয়ে।।
রচনাকাল -
নিজ বাসভবন,
১৪/০৪/২০১৭,শুক্রবার,
০৩ঃ১০pm,