রক্ত ঝরুক আমার বুকে,
প্রতিবাদ আমি ছাড়বো না।
শ্রমিক বলে যে নত হবো
এমন শিক্ষা নেইকো জানা।
প্রতিবাদ যে শিরায় শিরায়,
দুর্বল নই যে করবো মানা।
কর্ম যে আমার বাহু বলে,
ঘর্ম আমার কর্মের ফলে।
তাই শক্তি আসে ঐক্য জ্বেলে,
আমরা থাকি শ্রমিক দলে।
তাই আমি হার মানবো না।
প্রতিবাদ আমি ছাড়বো না।
রুদ্র যে আমার প্রদর্শনে
কিন্তু, আঘাত আমি হানি না।
ধরতে হোক ধ্বজার দণ্ড,
তবু প্রাণের ভয় করি না।
রক্ত ঝরুক আমার বুকে,
প্রতিবাদ আমি ছাড়বো না।
রচনাকাল -
নিজ বাসভবন
০১-০৫-২০২১
সকাল - ১১:১২