কিশোর বয়সে আমরা বাঁধন মুক্ত স্বাধীন খুঁজি,
বাড়ির মুক্ত স্বাধীনকে আমরা বাঁধন বুঝি।
যে পথে চলতে বলে সে পথ কষ্ট লাগে,
যে পথে অচল মোহ আছে সে পথে অবুঝ মন ভাগে।
অস্থায়ী বয়সে মস্তিষ্কে অশাহীন কীটাণু এমন চাপে,
পড়াশোনো যায় ভেসে জামা-প্যান্ট আর টাই চাই মাপে।
হে বোকা,প্রঃশ্বাস ছাড়লে  নিঃশ্বাস ফিরে পাবে,
কিশোর বয়সে পড়াশোনা ছাড়লে হা-হা-হা......।।


রচনাকাল -
নিজ বাসভবন,
01/07/2017,শনিবার,
সকাল -07:50,